সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ বছর পর চিতলমারীতে বিএনপি' দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

২২ বছর পর চিতলমারীতে বিএনপি’ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শুক্রবার বেলা ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে এই সম্মেলনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মমিনুল হক টুলু বিশ্বাস ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি চেয়ার প্রতীকের আহসান হাবীব ঠান্ডু পেয়েছেন ২২৩ ভোট। সাধারন সম্পাদক পদে ফুটবল প্রতীকে মোঃ শরিফুল হাসান অপু ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোরগ প্রতীকে মোঃ শিপন মুন্সি পেয়েছেন ২৩৬ ভোট।

এছাড়া সংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে এড. ফজলুর রহমান ২৭০ ভোট এবং সাইকেল প্রতীক নিয়ে মোঃ শফিকুল ইসলাম বাবু ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতীদ্বন্দি কবুতর প্রতীকের কামরুজ্জামান স্বাধীন ১৬৮ ভোট পেয়েছেন।

শুক্রবার রাত রাত ১০ টায় বাগেরহাট-১ নির্বাচনী মনিটরিং টিম আহবায়ক শমসের আলী মোহন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এড. শেখ ওয়াহিদ্দুজ্জামান দিপু, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সদস্য মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম, ইঞ্জিয়ার মাসুদ রানা, মনিরুল ইসলাম খান ও ব্যারিষ্টার জাকির হোসেন প্রমূখ। সম্মেলনে বিএনপি’র ও অংগ সংগঠনের জেলা ও উপজেলার পর্যায়ের কয়েক হাজার নেতা -কর্মী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজের অফিস সহায়ক জ্যোতিষ মণ্ডলকে বিদায় সংবর্ধনা

ফকিরহাটে মুক্তিযোদ্ধা কামন্ড ইউনিটের এডহক কমিটির সভা

সুন্দরবনের ডিমের চর থেকে দুই হরিণ শিকারী আটক

ফকিরহাটে কবিতা আবৃতি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

চিতলমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ফকিরহাটে ঘের থেকে তার পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।