“জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার চেতনা আমাদের অনুপ্রেরণার উৎস”—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুরে শুরু হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডা: মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
কাহালপুর ডা: মনসুর স্মৃতি সংসদের আয়োজনে এই টুর্নামেন্টে উপজেলার ৮টি দল অংশগ্রহণ করেছে, যেখানে অনূর্ধ্ব-১৭ বছরের প্রতিভাবান খেলোয়াড়রা খেলার সুযোগ পেয়েছে।
স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ, চারদিকে ছড়িয়ে পড়েছিল উৎসবের আমেজ।
খেলাটির উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো: রিয়াজুল ইসলাম মিয়া ও উপজেলা জামায়াতের যুব বিভাগ সেক্রেটারি মিয়া পারভেজ আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশচন্দ্র খান, জাতীয় নাগরিক পার্টির মোল্লাহাটে উপজেলা কমিটির সদস্য মো: পিন্টু মিয়া ও খায়রুল আলম দুঃখ মিয়া, ক্রিয়া সংগঠক জিয়াউল হক তুষার, শাহ আলম মিয়া, ডা: মনসুর স্মৃতি সংসদের কৃতি খেলোয়াড় মইনুল ইসলাম রাসু, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম শিহাব, সাকিব মিয়া, কাফি মিয়া, মিজানুর রহমান মিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা আগামী প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।”
তারা আরও উল্লেখ করেন, এর মাধ্যমে আগামী বাংলাদেশকে সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করতে হবে।
বক্তারা মনে করেন, খেলাধুলার মাধ্যমে তরুণরা দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি শিখে থাকে। সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে এ ধরনের টুর্নামেন্ট কিশোর-যুবকদের আত্মবিশ্বাসী করে তোলে, যা ভবিষ্যতে একটি সুশিক্ষিত, সুস্থ ও সচেতন বাংলাদেশ গঠনে সহায়ক হবে।
উদ্বোধনী ম্যাচের শুরু থেকেই মাঠে ছিল উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য। দর্শকদের করতালিতে খেলোয়াড়রা আরও বেশি উৎসাহ পেয়েছে। খেলোয়াড়দের পরিবার, এলাকার ক্রীড়াপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণরা খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।
ডা: মনসুর স্মৃতি সংসদের আয়োজকরা জানান, তাদের উদ্দেশ্য শুধু একটি টুর্নামেন্ট আয়োজন নয়, বরং আগামী প্রজন্মের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ জাগিয়ে তোলা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান থাকবে।
এই টুর্নামেন্টকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তরুণদের এ