মোংলায় সন্ত্রাসী স্বামীকে তালাক দেয়ায় ক্ষিপ্ত হয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় স্বামী। মঙ্গলবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে প্রথমে মোংলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। রাতে ঘাতক স্বামী দুলাল শেখকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত তিন বছর পুর্বে চিলা গাববুনিয়ার ৪নং ওয়ার্ড এলাকার মৃত্যু মোঃ জাফর শেখ এর ছেলে দুলাল শেখ (৩৮)’র সাথে একই এলাকার ইদ্রিস শেখ এর মেয়ে রঞ্জিলা বেগমে (২৮)’র বিয়ে হয়। বিয়ের পর থেকেই রঞ্জিলাকে মারধরসহ বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করে আসছিল স্বামী দুলাল। এ ঘটনায় এলাকায় বেশ কয়েকবার শালিস বৈঠকও হয়েছে কিন্ত কোন সমাধান করতে পারেনি এলাকাবাসী।
এ ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী দুলাল শেখকে গাববুনিয়ার জোড়া ব্রিজ এলাকার একটি চায়ের দোকান থেকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোর্পদ করে। আজ বুধবার সকালে তরিঘড়ি করে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠায় পুলিশ। রঙ্গিরা বেগমের মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি মোংলার উদ্দোশ্যে রওয়ানা হয়েছে বলে জানায় স্বজনরা।
মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, চিলা এলাকা থেকে আসামী দুলাল শেখকে আটক করা হয়েছে। বুধবার ভোরে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়। তবে দুলালের বিরুদ্ধে অনিত অভিযোগের ব্যাপারে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।