বাগেরহাটের চিতলমারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৫ সহস্রাধিক ইয়াবাসহ মোঃ বাবুল শেখ (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়ছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সোয়া ৬ টায় উপজেলার কলাতলা ইউনিয়নের মচরচিংগুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর বসত বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা, নগদ ১১ হাজার ৪০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, একাধিক রামদা ও হাতুড়ী উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ বাবুল শেখ চরচিংগুড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত মোঃ বাবুল শেখের বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন, সিমকার্ড, রামদা ও হাতুড়ী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর আটকৃত মোঃ বাবুল শেখকে আদালতে প্রেরণ করা হবে।