মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চতকরণ, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি ও শিক্ষকদের সার্বিক সহযোহিতা প্রদানের লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় সভাপতি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করেছেন। কমিতিতে মুকুল কিশোর মজুমদারকে সভাপতি পদে ও মোহিতুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা।
কমিটির অন্যান্য সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম ফকির, কৃষ্ণপদ বিশ্বাস, সহ-সভাপতি নীতিশ চন্দ্র বিশ্বাস, মোঃ নজরুল ইসলাম, জিন্দার আলী মোল্লা, কল্যাণী বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সমিত কুমার রায়, সপ্তর সম্পাদক সুজিত কুমার মণ্ডল, মিডিয়া প্রচার সম্পাদক নারগিস আক্তার প্রমুখ।