সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ইউপি মেম্বার মতিয়ারকে অপসারণ ও আটকের নির্দেশ | চ্যানেল খুলনা

মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজককারী

ইউপি মেম্বার মতিয়ারকে অপসারণ ও আটকের নির্দেশ

মোঃ এনামুল হক,মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজককারী ইউপি মেম্বার মতিয়ার রহমান মোড়লকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাহাত মান্নান সোমবার (৩ ফেব্রুয়ারী) এ তথ্য নিশ্চিত করে বলেন এ ঘটনায় দোষী চাঁদপাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মতিয়ারকে অপসারনও করা হবে।

তিনি আরও বলেন, ভাষার মাসে শহীদ মিনার অবমাননাকারীর বিরুদ্ধে ইতোমধ্যে জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে তাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।

এদিকে সরকারী স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শহীদ মিনারের ওপরে জুতা পায় দিয়ে গান বাজনা ও নৃত্য পরিবেশনের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সোমবার সকালে তদন্ত কমিটি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দারকে প্রধান করে এ কমিটি করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে ইউএনও মোঃ রাহাত মান্নান জানান।

শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার উদ্বেগ জানিয়ে বলেন, স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টি আমি এবং আমাদের ইউএনও মহোদয় কেউই জানিনা। আমাদেরকে জানানো হয়নি। এ ঘটনায় উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাস সাংবাদিকদের জানান, ‘আমাকে না জানিয়েই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাতের বেলায় শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠান স্কুল ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতি ও ইউপি মেম্বার মতিয়ার রহমানের একক সিদ্ধান্তেই করেছেন। এ ব্যাপারে আমি জানি না’।

প্রসঙ্গত, রবিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত স্থানীয় ইউপি মেম্বর ও স্কুল কমিটির সভাপতি মতিয়ার রহমান মোড়লের উদ্যোগে উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুতা পায়ে গান বাজনা ও নৃত্য পরিবেশন করার ঘটনা ঘটে। গান-বাজনা ও নৃত্য পরিবেশনের বিষয়ে জানতে চাইলে, মেম্বর মতিয়ার রহমান মোড়ল বলেন-‘অনুষ্ঠান চলবে, আপনারা যা পারেন তাই করেন’।

তবে শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠানের খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নানের নির্দেশে মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী তাৎক্ষনিক ভাবে রবিবার রাত সাড়ে ১১ টায় অনুষ্ঠান বন্ধ করে দেয়।

এদিকে এ ঘটনায় এলাকাবসী ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে তিনদিনের ব্যবধানে তিনটি গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি

ফকিরহাটের বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

ফকিরহাট নির্বাচন অফিসের সামনে অবরোধ কর্মসূচী পালন

বাগেরহাটে আসন কর্তনের প্রতিবাদে মোল্লাহাটে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ

ফকিরহাটে রাস্তার দুরাবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী 

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজের দুই শতাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।