বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষেরর একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কলেজের ভারপ্রাপ্ত মিজানুর রহমান কাজী শিক্ষার্থীদের হাতে একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, সহকারী অধ্যাপক মঈনুদ্দীন শেখ, প্রভাষক আব্দুল আহাদ, শেখ আল মাসুম, মোঃ আবু শাহীন, জসীম উদ্দীন, হারুন-অর- রশীদ রানা, নুরাইনিয়া হক, আরিফুল ইসলাম প্রমুখ।