বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজেরের অফিস সহায়ক জ্যোতিষ মণ্ডলকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২ টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা প্রকৌশুলি সাদ্দাম হোসেন ও কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ফয়জুল হক কাজী।
এ সময় বক্তব্য রাখেন অফিস সহায়ক কাজী তালেব, প্রভাষক সুব্রত মন্ডল, সহকারী অধ্যাপক শ্রীনিবাস মণ্ডল, এস এম হুমায়ুন কবির, চন্দ্র শেখর মিস্ত্রী, আক্কাজ আলী, মঈনুদ্দিন শেখ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইমলামের ইতিহাস বিষয়ের প্রভাষক শেখ আল মাসুম।