হাজার হাজার ভক্ত দর্শনার্থীদের পদচারণা ও মহা হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া শ্রীশ্রী শান্তি হরিচাঁদ, গুরুচাঁদ, মৃত্যুঞ্জয়, বিজয় গোঁসাই, মা জ্ঞানদাদেবী সেব্রাশ্রমে দুই দিন ব্যাপী মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসির আয়োজনে বার্ষিক খুদের মহোৎসব উপলক্ষ্যে রবিবার শুভ অধিবাস ও সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ভরত গোঁসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মতুয়া প্রচার মহাসংঘের সভাপতি শ্রীধান ওড়াকান্দি ঠাকুর বাড়ির যোগ্য উত্তরসুরি শ্রী সম্পদ ঠাকুর, দ্বিতীয় দিনে মতুয়া মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়ার জয়পুর ধামের যোগ্য উত্তরসুরী শ্রীমৎ পরিক্ষীত গোসাই ও মাতা মিনাক্ষী দেবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির মহা সচিব শ্রী সাগর সাধু ঠাকুর, সহ-সভাপতি শ্রী রতন মিত্র, জয়পুর ধামের শ্রীমৎ অজয় গোঁসাই, শ্রীমতি শান্তি দেবী, শ্রীপাঠ কেনুয়াভাঙ্গা ধামের ডাঃ সুদেব চন্দ্র মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হরি ভক্ত বাবুল কুমার ব্রহ্ম। দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে অর্ধ-শতাধিক মতুয়া দল অংশ গ্রহণ করে।