বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগাস্ট) দুপুর ১ টায় কলেজ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রুনা গাজী। সম্মানিত অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ এস এম শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য এস এম মনিরউজ্জামান, অভিভাবক সদস্য ফয়জুল হক কাজী, আক্কেল আলী, শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, আমানত আলী ফকির, সুমা রায় প্রমুখ।
অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিরা কলেজের একাদশ শ্রেণির ৩০ জন কৃতি শিক্ষার্থীকের ক্রেস্ট ও শুভেচ্ছ উপহার তুলে দেন।