বাগেরহাটের চিতলমারীতে র্যালী, আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বর্ণাঢ্য নাানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেল ৫ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান জাদু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ডালিম ফকির।
চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাশিনাথ বৈরাগীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ শামীম শেখ, মোঃ লিসন শেখ, মোঃ সাঈদ শেখ, মোঃ মতিয়ার ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ইয়াসিন ফকির, মোঃ হাফিজুর শেখ ও মোঃ মোজাহার আলী শেখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী চিতলমারী সদর বাজরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও দলের নেতা-কর্মীদের অংশগ্রহণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।