সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ফকিরহাটে সন্তান প্রসবের পর মায়ের মৃত্যু, স্বামী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে সন্তান প্রসবের পর মায়ের মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় সন্তান প্রসবের পর মায়ের মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ মৃত নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার আলী আহম্মেদ (৬৫) উপজেলার পিলজংগ এলাকার মৃত কাওসার শেখের ছেলে।

পুলিশ ও মৃতের স্বজনরা জানান, বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার পিলজংগ গ্রামের আলী আহম্মদ শেখের স্ত্রী জেসমিন বেগম (২৭) ঘরের পাশে অবস্থিত বাথরুমের ভেতর একটি কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর তিনি মারা যান। এর কিছু সময় পর বাথরুমের প্যানের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।

দ্রুত শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে শিশুটির উন্নত চিকিৎসার জন্য খুলনা শিশু হাসপাতালে পাঠানো হয়। বাথরুমের ভেতর থেকে শিশুটি কিভাবে প্যানের ভেতর গেল তা নিয়ে এলাকায় ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। শিশুটি বেঁচে আছে বলে স্বজনরা জানান।

মৃত জেসমিন বেগমের মা আমেনা বেগম ও ভাই দ্বীন ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে পাশের বাড়ির একজনের ফোন পেয়ে তারা পিলজংগ আলী আহম্মেদের বাড়িতে আসেন। সেখানে এসে দেখেন জেসমিন বেগম ঘরের মেঝেতে পড়ে আছে। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ ঘটনায় ১৭ জুলাই রাতে মৃত জেসমিন বেগমের বাবা মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্লার ছেলে হাকিম মোল্লা বাদী হয়ে জামাতা আলী আহম্মেদের বিরুদ্ধে অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে একটি মামলা করেন। যার নং-০৭, তারিখ-১৭/০৭/২০২৫ইং, ধারা-৩১৪/৩১৭ পেনাল কোড।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত জেসমিন বেগমের স্বামী আলী আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটের পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই মিল্লাদুন্নবী উদযাপন

ফকিরহাটের পিলজংগে বিএনপি’র প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে মটর সাইকেল র‌্যালী

ফকিরহাটে মোবাইলফোন কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

ফকিরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ফকিরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন

ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।