বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। উপজেলার বারাশিয়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক শেখ তরিকুল ইসলাম (২৭) ফকিরহাট সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে শেখ তরিকুল ইসলাম তার ইজিবাইক চার্জে দিতে যায়। এসময় তিনি বিদ্যুতায়িত হন। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। টানা বৃষ্টিতে স্যাঁতস্যাতে আবহাওয়ায় বিদ্যুতের সংযোগে কোন ক্রটির ফলে এমনটি ঘটতে পারে বলে ধারণা করছেন পরিবারের লোকজন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানভীর মাহমুদ অনিক জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ইজিবাইক চালক তরিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার। তাকে পরীক্ষা-নিরিক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন এমন খবর এখনো পর্যন্ত কেউ জানায়নি।