সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ফকিরহাটে কৃষকের ৭০০ টমেটো গাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা। | চ্যানেল খুলনা

ফকিরহাটে কৃষকের ৭০০ টমেটো গাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা উত্তরপাড়া এলাকায় মৎস্য ঘেরের আইলে এক কৃষকের ৭০০ ফলন্ত টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ক্ষতিগ্রস্থ কৃষকদের কেটে দেওয়া ফলন্ত টমেটো গাছ পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন সহ অন্যন্য কর্মকর্তারা।

উপজেলার কামটা উত্তরপাড়ার ক্ষতিগ্রস্থ কৃষক মো. উজির শেখ জানান, তিনি ২৮ কাঠা জমি লিজ নিয়ে ঘেরের আইলে অনেক কষ্ট করে প্রায় এক হাজার টমেটো গাছ রোপন করেন। এতে তার অনেক টাকা খরচ হয়েছে। গাছে গাছে ভাল ফলন ধরে। এসব গাছ থেকে থেকে প্রায় ২লক্ষাধিক টাকার টমেটো বিক্রি করতে পারতেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আমি একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ। আমাকে একদম শেষ করে দিয়ে গেল। কে বা কারা কেন কেটেছে এমন প্রশ্নের জবাবে উজির শেখ বলেন, এই টমেটোই আমার সব। সোমবার (৯ ডিসেম্বর) সকালে এসে দেখি সব গাছ কাটা। কে বা কারা কাটছে জানি না। আমাকে আর্থিকভাবে শেষ করে দেওয়ার জন্যই এই কাজ করেছে তারা।

নলধা মৌভোগ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস বলেন, বিষয়টি খুবই দুঃখজনক একজন কৃষক হাড়ভাঙ্গা পরিশ্রম করার ফলে জমিতে ফসল ফলে। সেই ফসল নষ্ট হয়ে গেলে কতটা কষ্ট লাগে তা ক্ষতিগ্রস্থ কৃষকরাই জানেন। প্রতিটি টমেটো গাছে আড়াই থেকে তিন কেজি টমেটো ধরেছিল। যা বিক্রি করে ওই কৃষক অনেক লাভবান হতেন বলে জানান এ কর্মকর্তা।

ফকিরহাট উপজেলা কৃষি কমকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের টমেটো গাছ পরিদর্শন করা হয়েছে। ওই কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে। ইতিমধ্যে তাকে সবজি বীজ ও সার দেওয়া হয়েছে। আগামীতে তাকে কৃষি কাজের জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে বলে জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবির বলেন, একজন কৃষকের টমেটো গাছ কাটার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিয়েছে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

ফকিরহাটে দুর্যোগ ও আশ্রয়ন কেন্দ্র পরিদশর্নে উপদেষ্টা ফারুক-ই- আজম বীর প্রতীক

ফকিরহাটে ভূমিদস্যু ও অবৈধ ক্যাসিনো সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ফকিরহাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালন

ফকিরহাটে জলাশচিতলমারীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে জলাশয়ে ৮৩৭ কেজি মাছের পোনা অবমুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।