সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছায় সর. প্রাথ. বিদ্যাঃ প্রধান শিক্ষকদের বর্ষবরণ অনুষ্ঠান ও মিলন মেলা | চ্যানেল খুলনা

পাইকগাছায় সর. প্রাথ. বিদ্যাঃ প্রধান শিক্ষকদের বর্ষবরণ অনুষ্ঠান ও মিলন মেলা

পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা বলেছেন,শিক্ষার মানোন্নয়নে প্রার্থমিক স্তরে ঝরে পড়া রোধ করা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ, নিয়মিত পাঠ অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের মানসিক,দৈনিক বিকাশে খেলা-ধুলোর চর্চা অব্যাহত রাখাসহ যার-যার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখলে উন্নত জাতি গঠন করা সম্ভব। বৃহস্পতিবার সকালে পৌরসভার সরল শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষা পরিবার আয়োজিত সভায় অতিথিবৃন্দ এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ ফারুক হোসেন,দেবাশীষ কুমার দাশ, সঞ্জয় দেবনাথ, মো. আসাদুজ্জামান ও ঝংকার ঢালী।বক্তব্য রাখেন, সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সহ-সভাপতি অলোক মৃধা, ডিএম শফিকুল ইসলাম, এসএম শফিকুল ইসলাম, মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জানান, প্রধান শিক্ষক শেখ হাফিজুল ইসলাম, নার্গিস সুলতানা, মিলি জিয়াসমিন, সেলিনা পারভীন, সৌরভ রায়, বিএম আখতার হোসেন,মো. কোহিনূর ইসলাম, রেখা রাণী মন্ডল, খুরশিদা আক্তার, রিনা রাণী ঘোষ, শিপ্রা বর, অহিদুল ইসলাম, মো. লুৎফর রহমান, জয়া দাশ, অজয় রায়, নাজিরা খাতুন, জাহানারা খাতুন, বেনজির আহমেদ, নজরুল ইসলাম, আ. হাদি, ছন্দা ঘোষ, অজয় রায়, সুষমা, শেখর রায়, লুৎফর রহমান গাজী, গোপাল চন্দ্র বিশ্বাস, সুকুমার গোলদার।

এ সময় উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। একই সভায় প্রধান শিক্ষক পরিবারের পক্ষ থেকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী খুলনা-৬ ( পাইকগাছা-কযরা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান পত্মী প্রধান শিক্ষিকা নার্গিস সুলতানা’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে সুন্দরবন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে কমার্স কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

মেয়র হতে নয়, মামলা ক‌রে‌ছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য : মঞ্জু

দাকোপে ধর্ষণের দায়ে ১জনকে গ্রেপ্তার

গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলীর ইন্তেকাল

রাষ্ট্রের মৌলিক সংস্কার না হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিবে- অধ্যক্ষ আব্দুল আউয়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।