সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
পৌরসভা নির্বাচন: মোড়েলগঞ্জে কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে | চ্যানেল খুলনা

পৌরসভা নির্বাচন: মোড়েলগঞ্জে কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে

বাগেরহাট থেকে: তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর পদপ্রার্থীরা প্রচার প্রচারণায় এখন তুঙ্গে। ৯টি ওয়ার্ডেই নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই মাঠ সরগরম হয়ে উঠেছে। এর মধ্যে ৮ ও ৯নং ওয়ার্ড দুটিতে প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে উঠছে। নাগরিক সুবিধার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।
সরেজমিনে বুধবার পানগুছি নদীর তীরবর্তী মোড়েলগঞ্জ শহরের অপর প্রান্তে ছোলমবাড়িয়া ও সানকিভাঙ্গা নিয়ে ৮ ও ৯নং ওয়ার্ড গঠিত। কাউন্সিলর পদে প্রার্থী রয়েছে ৯ জন, নারী সংরক্ষিত আসনে প্রার্থী ২ জন।
৮নং ওয়ার্ড শুভরাজকাটি, ছোলমবাড়িয়া ও সানকিভাঙ্গা গ্রাম নিয়ে গঠিত এ ওয়ার্ডটি। ভোটার রয়েছে ১৫শ’ ৮৬ জন। এর মধ্যে নারী ভোটার একটু বেশী, ভোট কেন্দ্র ১টি, এ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর যুবলীগ নেতা মো. রেদোয়ানুল করিম প্রতিক (পানির বোতল), সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম বাদশা(পাঞ্জাবি), আওয়ামী লীগ নেতা আবুল কালাম শিকদার (টেবিল ল্যাম্প), তাঁতীলীগ নেতা মো. নূরুজ্জামান মাতুব্বর(উঢপাখি) ও মো. কামরুজ্জামান(ডলিম) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

৯নং ওয়ার্ডে ভোটার রয়েছে ১৪শ’ ৭ জন। নারী পুরুষ সমানে সমান কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছেন বর্তমান কাউন্সিলর মো. মহিদুল শেখ প্রতিক (পানির বোতল), আওয়ামী লীগ নেতা সহকারি শিক্ষক মো. কামরুজ্জামান নাছির (উঢপাখি), যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর মো. বদরুল আহম্মেদ খান(পাঞ্জাবি) ও যুবলীগ নেতা মো. সালাহ্উদ্দিন(ডালিম) প্রতিক নিয়ে নির্বাচন করছেন। সংরক্ষিত নারী আসন ৭, ৮ ও ৯ দু’জন প্রার্থী এরা হলেন বর্তমান কাউন্সিলর সাদিয়া সুলতানা প্রতিক(চশমা) ও মোর্শেদা বেগম(আনারস) প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
ওয়ার্ড দুটি নদীর তীরবর্তীতে হওয়ায় রয়েছে নানাবিধ সমস্যা। ভেবিরাধ, যোগাযোগ ব্যবস্থা রাস্তা ঘাট, সুপেয় পানির অভাব এর মধ্যে ৮নং ওয়ার্ডে নেই কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সাইক্লোন শেল্টার, শিক্ষার্থীদের ১ কিলোমিটার পায়ে হেটে যেতে হয় বিদ্যালয়ে, বর্তমান কাউন্সিলরদের প্রতিশ্রুতি রয়েছে অসামাপ্ত কাজগুলো সমাপ্ত করার, বিগত ৫ বছরে ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ কারনেই সাধারণ ভোটাররা তাদের পুর্নরায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। নতুন প্রার্থীদের রয়েছে ভিন্নমত।

তারা বলছেন বর্তমান সরকারের উন্নয়নমুখি কার্যক্রম এ ওয়ার্ড দুটিতে বিগতদিনে প্রভাব পড়েনি। যে কারনেই সাধারণ ভোটাররা চাচ্ছেন পরিবর্তন নতুন নেতৃত্বের। মাদকমুক্ত সমাজ স্ব স্ব ওয়ার্ডের রাস্তাঘাট, কালভার্ড ব্রীজ অবকাঠামো উন্নয়ন। পাশাপাশি এ নির্বাচনে ৮ ও ৯নং ওয়ার্ডের ভোটকেন্দ্র দুটি বহিরাগত প্রভাবমুক্ত রাখার জন্য অতিরিক্ত নিরাপত্তার জোরদারের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি একাধিক প্রার্থী ও সচেতন মহল।

উল্লেখ্য, মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদার ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এ নিয়ে টানা ৪র্থ বারের মত নির্বাচিত মেয়র হলেন তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ফকিরহাটে সাংবাদিক সোনাতন কর্মকারের পরোলোকগমন

সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক

ফকিরহাটে ডেঙ্গু নিরসনে ফগার ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

ফকিরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

শ্রদ্ধা ও স্মরণ সভার মধ্য দিয়ে শিক্ষিকা তৃপ্তি রানী বিশ্বাসের প্রথম প্রয়াণ দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।