সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
চুলকাঠি ইয়ুথ সোসাইটির উদ্যোগে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

চুলকাঠি ইয়ুথ সোসাইটির উদ্যোগে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

চ্যানেল খুলনা ডেস্কঃ চুলকাঠি ইয়ুথ সোসাইটির উদ্যোগে চুলকাঠি ও তার আশেপাশের এলাকার কিছু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবন,মিস্টি কুমড়া, ডিম ও হাত ধোয়ার সাবান।

করোনা পরিস্থিতিতে সারাদেশে জনসাধারনের চলাচল সীমিত করা হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যার ফলে কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন দীনমজুরসহ খেটে খাওয়া মানুষেরা। পরিবার পরিজন নিয়ে খেটে খাওয়া এসব মানুষ খুব কষ্টে জীবন কাটাচ্ছেন।এই অবস্থায় চুলকাঠি ইয়ুথ সোসাইটির উদ্যোগে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরনের ধরনও ছিল একটু অন্যরকম। সন্ধ্যার পর থেকে সীমিত আকারে স্বেচ্ছাসেবকের মাধ্যমে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বাড়ির দরজার সামনে খাদ্য সামগ্রী ভর্তি একটি ব্যাগ রেখে চলে আসা হয়। এ বিষয়ে চুলকাঠি ইয়ুথ সোসাইটির সভাপতি জাকারিয়া হোসাইন শাওন বলেন “কিছুক্ষণ পর দরজার সামনে এই ব্যাগগুলো খুঁজে পেলে কেমন অনুভূতি হতে পারে? না, ভিক্ষা নয়, প্রতিবেশীর পাশেই দাঁড়িয়েছি।


ভীড় এড়াতে ঘরের দুয়ারে রাতের অন্ধকারে পৌঁছে দিয়েছি খাবারের ব্যাগগুলো। নিম্ন মধ্যবিত্ত এই পরিবারগুলো কোনোদিন লাইনে দাঁড়াবে না, তাঁদের সে আত্ম সম্মানবোধকে আমরা সম্মান জানাতে চেয়েছি এভাবে কাজ করে।”এ কাজে সহায়তা করেন চুলকাঠি ইয়ুথ সোসাইটির প্রচার সম্পাদক সাকিব হাসান জনি,চয়ন দেবনাথ, আব্দুল্লাহ আল মামুন, ইহাদ প্রমুখ

উল্লেখ্য করোনা মোকাবেলায় চুলকাঠি ইয়ুথ সোসাইটির স্বেচ্ছাসেবকরা বেশ কিছুদিন ধরেই কাজ করে যাচ্ছেন, এর মধ্যে চুলকাঠি বাজারের সব কটি প্রবেশদ্বারে হাত ধোয়ার সাবান ও পানির ব্যবস্থা করা, সম্পূর্ণ বাজারে জীবাণুনাশক ছিটানো, বাজারে ঢোকার সময় জীবাণুনাশক স্প্রে করে ঢোকা, মাস্ক বিতরন এবং লিফলেট দিয়ে জনসচেতনতা তৈরি করা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

ফকিরহাটে দুর্যোগ ও আশ্রয়ন কেন্দ্র পরিদশর্নে উপদেষ্টা ফারুক-ই- আজম বীর প্রতীক

ফকিরহাটে ভূমিদস্যু ও অবৈধ ক্যাসিনো সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ফকিরহাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালন

ফকিরহাটে জলাশচিতলমারীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে জলাশয়ে ৮৩৭ কেজি মাছের পোনা অবমুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।