
হাঙ্গার প্রজেক্ট’র উদ্যোগে নারী ও শিশু স্বাস্থ্য কর্মীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক ‘সমাবেশ ও স্বীকৃতি প্রদান’ অনুষ্ঠিত হয়েছে। রাইট-টু-গ্রো প্রকল্পের আওতায় ২০২১ সালের জানুয়ারি থেকে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে নারী ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাশ্রম দেওয়া কর্মীদের গত ৫ বছরের কাজের অগ্রগতি পর্যালোচনা ও স্বীকৃতি প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত করেন, সিএসও ফোরাম’র সভাপতি পারভিন আকতার।
অনুষ্ঠানের শুরুতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন তার বক্তৃতায় বলেন, গত কয়েক বছর ধরে ডুমুরিয়া উপজেলার প্রধান সমস্যা জলাবদ্ধতা। তার মধ্যেই শিশু ও নারীর স্বাস্থ্য নিয়ে আপনারা ভালো কাজ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন নেদারল্যান্ডস থেকে আগত জোহানা ইলিজা কানিস। বিশেষ অথিতির বক্তব্যদেন, হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ক্রিপুরা, টিএইচপি মারিয়া উইলহেলমিনা, টিএইচপি জিথ্র ক্যালিবিউকার। আরও বক্তব্যদেন হাঙ্গার প্রজেক্টের পরিচালক জামিরুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, প্রকল্প সমন্বয়কারী ইসরাত হাসান।
ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, রংপুর ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, প্রমুখ।


