বাগেরহাটের চিতলমারীতে উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ‘জাসাস’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র সাধারন সম্পাদক নার্গিস আক্তার লুনা ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী।
সভায় উপজেলা জাসাসের সাবেক সভাপতি মোঃ একরামুল হক মুন্সির সভাপতিত্বে ও সাংবাদিক টিপু শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. অসিম সমাদ্দার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্ত মাসুদ তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে সংগঠনের সদস্যদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।য়ে ৮৩৭ কেজি মাছের পোনা অবমুক্ত