
সকলের শোক, শ্রদ্ধা ও স্মরণসভার মধ্য দিয়ে বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষিকা তৃপ্তি রানী বিশ্বাসের প্রথম প্রয়াণ দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯ টায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষিকা তৃপ্তি রানী বিশ্বাসের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈর সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, প্রয়াত শিক্ষিকা তৃপ্তি রানী বিশ্বাস ছিলেন আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও সংস্কৃতিমনা একজন উদার মনের মানুষ। তাঁর প্রত্যক্ষ সহযোগিতায় এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় বছরের পর বছর ধারাবাহিক ভাবে উপজেলা ও জেলা পর্যায়ে আবৃত্তি এবং সঙ্গীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তাঁর অকাল প্রয়ানে বিদ্যালয়ে এক অপূরণীয় শূণ্যতা তৈরি হয়েছে।
প্রঙ্গগত, শিক্ষিকা তৃপ্তি রানী বিশ্বাস দুরারোগ্য ক্যানসারে আক্রন্ত হয়ে গত বছর ২৮ অক্টোব এইদিনে পরলোকগমন করেণ। মৃত্যুকালে তিনি স্বামী পীযূষ কান্তি রায়, মেয়ে মেডিকেল শিক্ষার্থী প্রতিতি রায় প্রমি ও ছেলে বিবিএ এলএলবি শিক্ষার্থী প্রত্যয় রায়সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


