
খুলনা মহানগরীতে ‘আমার দেশ’ পত্রিকার দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে হামলার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর আকস্মিকভাবে হামলা চালায়।
দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন বলেন, “প্রথমে আমার সঙ্গে এক ব্যক্তির কথা হয়। কথার এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে উঠলে আমি বলি, ভাই, এভাবে উত্তেজিত না হয়ে আসুন দেখা করে সরাসরি কথা বলি। তখন সে বলে, ‘শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের সামনে আসুন।’ সেখানে গিয়ে দেখি কিছু মানুষের ভিড়। এই মোড়ে সাধারণত এমনিতেই ভিড় থাকে। আমি ও আমার স্টাফ রিপোর্টার মনি মোটরসাইকেল থেকে নামতেই ওরা বলে, ‘শাওন কে?’ আমি বলি, ‘আমি শাওন।’ তখনই ওরা এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। যার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, সে পরিচয় দিয়েছিল বটিয়াঘাটায় থাকে।”
এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা এবং বিএফইউজে খুলনা ইউনিটের নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


