সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে ইজিবাইক চালক রায়হান হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ইজিবাইক চালক রায়হান হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে ইজিবাইক চালক রায়হান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার (২৩ মে) সকাল ১০ টায় মোল্লাহাট প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রায়হানের চাচী বলেন, রায়হান খুব ভালো একটি ছেলে ছিল, সে ইজিবাইক চালিয়ে তার প্রতিবন্ধী মা ও ভাই বোনদের খরচ যোগাতেন। কিন্তু ইমন চৌধুরী বিদেশে নেবার কথা বলে তার কাছ থেকে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ধার নেয়। কয়েক মাস ঘুরানোর পর রায়হান যখন বুঝতে পারে যে ওরা আমাকে আর বিদেশ নিতে পারবে না তখন সে টাকা ফেরত চায়, এক পর্যায়ে টাকা ফেরত না দিয়ে আসামিগন তাকে হত্যার পরিকল্পনা করে এবং পরিকল্পনা অনুযায়ী গত ৬মে রাত ১১ টায় পশ্চিম ভান্ডারখোলা গ্রামের ইমন চৌধুরী, নুর আলম মোল্লা, ফয়সাল ফকির ও ফয়সাল মোল্লা রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে ভান্ডারখোলা শফিকুল ইসলাম চৌধুরীর বাড়ির পূর্ব পাশে পাকা ব্রিজের উপর নিয়ে মারপিট করে এবং তার শরীরের বিষাক্ত একটি ইনজেকশন পুশ করে দেয়। গুরুতর আহত অবস্থায় রায়হানকে তারা বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়, পরবর্তীতে রায়হানের আর্তনাদ শুনে সজনরা তাকে উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্য চিকিৎসক তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করে, সেখানে পরিস্থিতি আরো অবনতি হলে ৯ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় সেখানেই চিকিৎসারত অবস্থায় ১১ মে রায়হানের মৃত্যু হয়।

এ ঘটনায় রায়হানের পিতা এরশাদ কাজী গত ১৫ মে বাগেরহাট জুডিশিয়াল আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার খবর জানতে পেরে আসামিপক্ষ বাড়ি ছেড়ে পালিয়ে ষায়।

বর্তমানে বিভিন্নভাবে রায়হানের স্বজনদের হুমকি ধমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন এবং রায়হান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

ফকিরহাট আট্টাকী শীতলা মন্দির কমিটি গঠন

চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু

বঙ্গোপসাগরে ৩ দিন ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ আট জেলে জীবিত উদ্ধার

চিতলমারীতে দুর্নীতিগ্রস্থ অধ্যক্ষের অপসারণ দাবিতে সাংবাদিক সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।