সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জ সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে ব্যবসায়ীর মৃত্যু | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জ সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে ব্যবসায়ীর মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে নির্মল চন্দ্র মন্ডল (৫৫) নামের এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজার সংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত নির্মল চন্দ্র মন্ডল নামের ওই ব্যবসায়ীর বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়। তবে ধাক্কা দেওয়া সিমেন্টবাহী ট্রলারের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ওই ব্যবসায়ী সবজি বিক্রির উদ্দেশ্যে ফুলহাতা বাজারে আসছিলেন। রাত হয়ে যাওয়ায় তিনি পুলের নিচে নৌকা বেঁধে সকালের জন্য অপেক্ষা করছিলেন। সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙ্গে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা তানবির বাসার বলেন, নিহত নির্মল চন্দ্র মন্ডল বাজারে কলা, কচু, কুমড়া ইত্যাদি সবজি এনে বিক্রি করতেন। তার ট্রলারটি পুলের সাথে বাঁধা ছিল। সিমেন্টবাহী একটি যাওয়ার সময়, পুলের পিলারের ধাক্কা দেয়। এতে পুলটি ভেঙে পড়ে এবং পুলের উপর থাকা কংক্রিটের স্লাবের চাপায় সবজি ব্যবসায়ীর ট্রলারটি দুমরে মুচরে যায়। এবং ওই ব্যবসায়ী পানিতে পড়ে নিখোঁজ হন।পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করেন।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান জানান, পুলটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। চলাচলে না করতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বাশঁ বেদে দিলেও ঝুকি নিয়ে চলাচল করতেন।আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। এটা একটি দূর্ঘটনা জনিত মৃত্যু। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের ছাগল বিতরণ

ফকিরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু গ্রেপ্তার

তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফকিরহাটে দেশী মদ ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।