বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বুধবার বেলা ১১টায় বর্ণাঢ্য আনন্দ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে বেলা ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে মাল্যদান করেন যুবলীগ নেতৃবৃন্দ।
পরে কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা মাষ্টার সাইদুর রহমান, ইখতিয়ার হোসেন দিলাল, যুবলীগের যুগ্ম আহŸায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস হোসেন দুলাল, যুবলীগ নেতা আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম আরিফ, অধ্যাপক শামীম আহসান পলাশ, মোকসেদুল ইসলাম নাদিম, মেহেদী হাসান জিমি, ইউপি সদস্য মিলন শেখ, ছাত্রলীগ নেতা মহিদুজ্জামান মহিদ, রাব্বি হাসান হৃদয়, প্রমুখ। সভাপটি সঞ্চালনায় ছিলেন মোস্তাফিজুর রহমান হিরু।


