সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোংলার ফের হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার, নৌকা জব্দ | চ্যানেল খুলনা

মোংলার ফের হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার, নৌকা জব্দ

মোংলায় হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ এপ্রিল) গভীর রাতে মোংলার জয়মনিরগোল বালুর মাঠ এলাকায় থেকে মাংসগুলো উদ্ধার করা হয়। এসময় জব্দ করা চোরাকারবারী কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. মাহবুব হোসেন জানায়, একদল হরিণ শিকারী সুন্দরবন থেকে মাংস নিয়ে কিনারে উঠে আসছে এমন খবর আসে কোস্ট গার্ডের কাছে। সেই সংবাদের সুত্রধরে জয়মনি এলাকায় কোস্ট গার্ডের একটি টিম অভিযান চালায়। চোরা শিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বালুর এলাকায় মাংসগুলো ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী করে বস্তা ভর্তি ১টি চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা। এসময় বালুর মাঠের পাশে নদীর চর থেকে হরিণ শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে করা এর সাথে জড়িত তার তথ্য অনুসন্ধান চলছে।

গত এক মাস আগে ঠিক একই জায়গায় একটি দোকানে বস্তা ভর্তি প্রায় ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছিল কোস্ট গার্ড, নৌপুলিশ এ বন বিভাগের যৌথ বাহিনী। তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানায় চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা।

পরবর্তীতে উদ্ধারকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জের নন্দবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল অব্যাহত রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় এ কর্মকর্তা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের ছাগল বিতরণ

ফকিরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু গ্রেপ্তার

তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফকিরহাটে দেশী মদ ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।