রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর–আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে পাইলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করার কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা বিমানটির পাইলটকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছি। তিনি বর্তমানে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।’
দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের উদ্ধার কাজ চলমান আছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ হয়ে যাবে।’