
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বাংলাদেশ মুসলিম লীগের মনোনিত সংসদ সদস্য প্রার্থী শামসুল হক খান আসাদের (হারিকেন মার্কা) ফকিরহাট উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন একটি অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় বিভিন্ন নেতা-কর্মি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট-১ আসনের বাংলাদেশ মুসলিম লীগের সংসদ সদস্য প্রার্থী শামসুল হক খান আসাদ বলেন, তিনি নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা, মৎস্য ও কৃষি কাজের আরো উন্নতি ঘটাবেন। মাদকমুক্ত সমাজ গড়বেন। তিনি যুবকদের বেকার সমস্যা সমাধানসহ বাগেরহাট-১ আসনের সকল সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করবেন। আমি নির্বাচিত হতে না পারলেও জনগনের সূখে-দু:খে পাশে থাকবেন বলে জানান। এলাকার উন্নয়নে সবসময় কাজ করে যাবেন।
এসময় তিনি তিনি আরো বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, তাই দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার জন্য আহবান জানান।


