সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বঙ্গোপসাগরে ৩ দিন ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ আট জেলে জীবিত উদ্ধার | চ্যানেল খুলনা

বঙ্গোপসাগরে ৩ দিন ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ আট জেলে জীবিত উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে তিন দিন যাবত ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ৮ জন ইলিশ মাছ ধরা জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জরুরী সেবা ১৬১১১ নাম্বারে কল করলে দ্রুত গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে। সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানায়, গত ১৪ আগস্ট এফবি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলার নিয়ে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে বরগুনা থেকে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। সাগরে যাওয়ার ৩ দিন পর যান্ত্রিক ত্রুটির কারণে মেশিনের শ্যাফট বিকল হয়ে গেলে ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে।

এদিকে সাগরে মোবাইল নেটওয়ার্কের বাহিরে থাকায় করো সাথে যোগাযোগ করতে না পাড়ায় দুশ্চিন্তায় পরে জেলেরা।

পরবর্তীতে ৩ দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, গত ১৭ আগস্ট রাত ১০ টার দিকে ওই ট্রলারের এক জেলে কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নাম্বারে ফোন করে বিষয়টি অবগত করে বলে জানায় কোস্ট গার্ড। সেই সেবা নাম্বারে ফোনের ভিত্তিতে তৎক্ষণাৎ সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলাসহ উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। স্বল্প সময়ের মধ্যে মোংলা বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন বয় নম্বর-৫ সমুদ্র এলাকা হতে ৮ জন জেলেসহ ফিশিং ট্রলারটি উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেরা হচ্ছে, আব্দুর রাজ্জাক, মোঃ ফারুক, মোঃ কামাল, আলম, মোঃ জাকারিয়া, মোঃ সজীব ও রাকিব। তারা পিরোজপুর জেলার বাসিন্দা এবং মোঃ রাকিব বরগুনা জেলার বাসিন্দা বলে জানা যায়। আর ফিশিং ট্রলার মালিকের নাম মোঃ রাজ্জাক।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে ট্রলারটি নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

ফকিরহাটে দুর্যোগ ও আশ্রয়ন কেন্দ্র পরিদশর্নে উপদেষ্টা ফারুক-ই- আজম বীর প্রতীক

ফকিরহাটে ভূমিদস্যু ও অবৈধ ক্যাসিনো সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ফকিরহাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালন

ফকিরহাটে জলাশচিতলমারীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে জলাশয়ে ৮৩৭ কেজি মাছের পোনা অবমুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।