বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফকিরহাট উপজেলা শাখায় সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিতদের সংবর্ধনা দিয়েছে বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকাল পাঁচটায় বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপি কার্যালয় চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত চার নেতা হলেন ফকিরহাট উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ কামরুল ইসলাম গোরা, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন ও নোমান আল মেহেদী। বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল আতিয়ার রহমানের সভাপতিত্বে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতা মো: নওশের শেখ ও নাজমুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা শেখ মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ও ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ আগষ্ট মংগলবার ফকিরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।