
বাগেরহাটের ফকিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার মানসা শহীদ বৃদ্ধিজীবি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাগন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৃথক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শেখ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রমার মো: আলমগীর হোসেন, ডা: তানভীর মাহমুদ অনিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগন মোড়ল নুর মোহম্মদ, শাহিদুর রহমান জোহা, শেখ আতিয়ার রহমান, মো: মুস্তাইন বিল্লাহ, আনিচুর রহমান, ইশারাত আলী, দেলেয়ার হোসেন, মো: শহিদুল্লাহ, জাফর খা, বিরঙ্গনা আনোয়ারা খাতুন, মুক্তিযোদ্ধা সন্তান ও বিএনপি নেতা মোড়ল আতিয়ার রহমান, বিএনপি নেতা মো: মিজানুর রহমান প্রমূখ।


