বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অংগ-সহযোগী সংগঠনের আয়ােজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এ র্যালী ও আলােচনা সভা উপজেলার প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড় এলাকায় অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি ও সকল অংগ-সহযােগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি ও সমর্থকদের উপস্থিতিতে একটি বিশাল র্যালী ডাকবাংলাে মােড় থেকে শুরু করে বিশ্বরােড মােড় হয়ে কাঠালতলা মােড় ঘুরে পুনরায় ডাকবাংলাে মােড়ে এসে শেষ হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গােরা’র সভাপতিত্বে আলােচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগরহাট-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ মুজিবর রহমান। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারন সম্পাদক শেখ আ: সালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডঃ মাসুদ রানা, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম,সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ফকির শহীদুল আলম,শেখ কবির আহমেদ, বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ প্রমুখ।
র্যালীতে উপজেলা যুবদল, কৃষকদল, মৎস্যজীবি দল, ছাত্রদল, শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকেরা অংশ গ্রহন করেন।