সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ফকিরহাটে উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্নভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্নভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় অত্র উপজেলায় ৪৫টি নির্বাচনী কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এছাড়া নতুন ভোটারদের আগ্রহ দেখা গেছে অনেক বেশী। তারা অতি উৎসাহের সাথে ভোট প্রদান করেছেন। কয়েকজন নতুন ভোটারের সাথে আলাপকালে তারা জানান, এই প্রথম ভোট দিতে পেরে তারা অনেক খুশি।
এদিকে, ডহরমৌভোগ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে গীতা হীরা নামে ১০৫বছরের এক বৃদ্ধা তার ছেলের সাথে ভোট দিতে এসেছেন। বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলের হাত ধরে ১১০ বছরের অন্ধ এক বৃদ্ধা ভোট কেন্দ্রে আসেন ভোট দিতে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে অনেক প্রতিবন্ধীদের ভোট দিতে আসতে দেখা গেছে।
বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে মোট ভোটার তিন লাখ ৫২ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৩৯৭, নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৪২৩। এরমধ্যে ফকিরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ২৩হাজার ৪৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬০হাজার ৯৮৯জন। নারী ভোটার ৬২হাজার ৫৭জন।
ফকিরহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র-৪৫টি, বুথের সংখ্যা ২৪১টি। প্রিজাইডিং অফিসার ৪৫জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৪১জন, পোলিং অফিসার ৪৮২জন, সহকারী পোলিং অফিসার ২৪১জন। ফকিরহাটে নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা মাঠে ছিল। কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়াও কোন প্রার্থীর নির্বাচন নিয়ে কোন অভিযোগ শোনা যায়নি।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ভোটাররা উৎসবমূখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। নারী-পুরুষ ও বৃদ্ধ-বৃদ্ধা ভোটাররা শান্তিপূর্নভাবে ভোট দিয়েছেন। তবে নারী ভোটাদের উপস্থিতি ছিল চোখে পড়ারমত।
বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে এবার ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এমপি (নৌকা), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান (লাঙ্গল), তৃনমূল বিএনপির মাহফুজুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) এর মো. মঞ্জুর হোসেন শিকদার (নোঙ্গর), ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ (আম), বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী (ডাব) প্রতীকে নিয়ে নির্বাচনে লড়ছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৬৭ জন। এরমধ্যে ফকিরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ২৩হাজার ৪৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬০হাজার ৯৮৯জন। নারী ভোটার ৬২হাজার ৫৭জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে মহাসড়ক অবরোধ

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফকিরহাট উপজেলা বিএনপির সম্মেলনে গোরা-কারিম প্যানেল বিজয়ী

মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

ফকিরহাট আট্টাকী শীতলা মন্দির কমিটি গঠন

চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।