বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই মিল্লাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে নবীজির জীবনির উপর কুইচ হাম-নাত ইসলামীক গজল প্রতিযোগীতার পুরস্কার বিতরন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সেখ অজিজুর রহমান এর সঞ্চালণায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, আলহেরা আলীম মাদ্রসার সহকারী শিক্ষক গাজী শহীদুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার দাশ, বিএনপি নেতা কামাল হোসেন ও নুর ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারীসিনিয়র শিক্ষক মোঃ রেজাউল কবির।