
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফকিরহাট উপজেলার ৩নং পিলজংগ ইউনিয়ন শাখার আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ডিসেম্বর) বিকাল চারটায় উপজেলার পিলজংগ ইউনিয়নের কাঠালতলা মোড়ে এ অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি ফকিরহাট উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা।
ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার বেল্লাল হোসেন এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এস এম খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মানফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও নোমান আল মেহেদী। এ সময় পিলজংগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা কৃষক দলের সভাপতি শেখ ফিরোজ হোসেন, উপজেলা যুবদলের
সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, মৎস্যজীবি দল সভাপতি খান শহীদুল ইসলাম সহ পিলজংগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।


