বাগেরহাটের চিতলমারী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের বড় ভাই আমিনুল হক লালু বিশ্বাসের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকাল ৪ টায় পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহস্রাধিক মুসল্লির অংশগ্রহনে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলার নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পরে পাটরপাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের ছোট ভাই ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, আমার বড় ভাই লালু বিশ্বাস ছিলেন একজন নিরহংকার ও সাদা মনের মানুষ। সকলের সাথে তার ভালো সম্পর্ক ছিল। এক সময় তিনি চিতলমারী জাতীয়তাবাদী যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার জন্য সবাই দোয়া করবেন।
বৃহস্পতিব (১৫ মে) রাতে ঢাকার পিজি হাসপালে চিকৎসাধীন অবস্থায় ৫৭ বছর বয়সে মারা যান আমিনুল হক লালু বিশ্বাস । মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।