বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১১ টায় বার্ষিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। পরিদর্শনকালে তিনি শিক্ষর্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, শিক্ষক প্রতিনিধি আককাজ আলী, সহকারী অধ্যাপক মঈনুদ্দীন শেখ। বার্ষিক পরীক্ষায় একাদশ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।