প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের সার্বিক সহযোগিতা প্রদান, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পারিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ৩ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এ ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ ইব্রাহীম ফকিরকে সভাপতি, মোঃ মোজাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক, মোঃ আরিফুজ্জামান প্লাবনকে সাংগঠনিক সম্পাদক ও মহিতুল ইসলামকে অর্থ সম্পাদক মনোনিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন প্রধান উপদেষ্টা মুকুল কিশোর মজুমদার, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ বিশ্বাস, সহ-সভাপতি কাজী কামরুল, অঞ্জনা হাজরা, সহ-সম্পাদক দিলরুবা হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ মণ্ডল, দপ্তর সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, তথ্য ও প্রচার সম্পাদক ফেরদাউস হুসাইন, কাব-স্কাউট সম্পাদক লিংকন বনিক প্রমুখ।