সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০ | চ্যানেল খুলনা

চিতলমারীতে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে ধান ক্ষেতে পানি সেচ দেওয়া কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষরা একটি বাড়িতে হামলা হালিয়ে ভাংচুর করে। আহতদের প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিতলমারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (১ জানুয়ারী) বিকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চর-কচুরিয়া গ্রামের চলতি বোরো মৌসুমে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে এশারত গাজী ও মোঃ আলম গাজীর লোক জনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে এশারত গ্রুপের রেহেনা বেগম (৪০), সেতারা বেগম (৫০), এশারত গাজী (৫৫) শাকিল গাজী (২১), সাইফুল গাজী (২৭), সিদ্দিক গাজী (৬০), আব্দুল্লা গাজী (২২), শাহীন গাজী (২৫) এবং আলম গাজী গ্রুপের আলম গাজী (৪৫) ও জাহিদ শেখ (৩৫) আহত হয়। এ সময় প্রতিপক্ষরা একটি বাড়িতে হামলা হালিয়ে ভাংচুর করে। আহতদের ওই দিন রাতে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রেহেনা বেগম, সেতারা বেগম, এশারত গাজী, আলম গাজী ও জাহিদ শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত এশারত গাজীর পুত্রবধু মারিয়া আক্তার ও মেয়ে নাজমা বেগম বলেন, স্থানীয় প্রভাবশালী আলম গাজী লোকজন নিয়ে আমাদের জমিতে জোরপূর্বক নালা খনন করছিল। এতে বাধা দেওয়ায় তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও পিটিয়ে-কুপিয়ে আমাদের ৮ জনকে জখম করেছে।

আহত আলম গাজীর মা আমিরোন নেছা বলেন, ওরা আমার ছেলে ও আত্মীয়কে মারপিট করেছে।
চর-কচুরিয়া গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান মৃধা, পাশের গ্রামের সেকেন্দার মল্লিক বলেন, এশারতের জায়গা জোরপূর্বক খনন করা হয়েছে। এটা অন্যায়, আমরা বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশার চেষ্টা করছি।

তবে চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে চিতলমারী থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাট উপজেলা বিএনপি’র নবনির্বাচিতদের সংবর্ধনা

ফকিরহাটে বৃষ্টি উপেক্ষা করে খাল পরিষ্কার

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে মহাসড়ক অবরোধ

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফকিরহাট উপজেলা বিএনপির সম্মেলনে গোরা-কারিম প্যানেল বিজয়ী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।