
খুলনার কৈয়া বাজার এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ আসাদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে হরিণটানা থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে হরিণটানা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসাদুল ইসলাম সাতক্ষীরা জেলার বাগানবাড়ি এলাকার মো. আরশাদ আলী গাজীর ছেলে।
হরিণটানা থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০০ পিস ইয়াবাসহ আটককৃত আসাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


