সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
করোনা ভাইরাস আতংকে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজের কাজ বন্ধ | চ্যানেল খুলনা

করোনা ভাইরাস আতংকে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজের কাজ বন্ধ

মোঃ এনামুল হক,মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: করোনা ভাইরাস আতংকে মোংলা বন্দরের একটি বিদেশি জাহাজের কার্যক্রম
বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এম ভি সেরিনিটাস এন’ জাহাজের কাজ বন্ধ রাখে বন্দর  কর্তৃপক্ষ। বন্দরের হারবার মাষ্টার কমান্ডার ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বুধবার (৪ মার্চ) ইন্দোনেশিয়া থেকে ২৪ হাজার মেঃ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে ‘এম ভি সেরিনিটাস এন’ জাহাজ।
জাহাজটি বন্দরের হারবারের ৩ নাম্বার মুরিং বয়ায় অবস্থান করে। ওই জাহাজের তিনজন ত্রুু (নাবিক) হঠাৎ জ্বরে আক্রান্ত হলে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হলে  তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানান বন্দরের ওই পদস্থ কর্মকর্তা। জাহাজের ওই তিন ক্রু ফিলিপাইনের নাগরিক বলে জানা গেছে।  হারবার মাষ্টার আরও বলেন, যেহেতেু করোনা ভাইরাস আতংক দেখা দিয়েছে
সে ক্ষেত্রে ওই জাহাজ থেকে সকল শ্রমিক নামিয়ে এনে আমরা জাহাজের  সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখেছি। পরিবেশ স্বাভাবিক হলে জাহাজের কাজ  আবার শুরু হবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ কর্মকর্তা ডাঃ সুফিয়া খাতুন বলেন, মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এম ভি সেরিনিটাস এন’ জাহাজের  তিন ক্রু ফিলিপাইনের নাগরিক জ্বরে আক্রান্ত হলে আমরা তাদের পরীক্ষা করি।  এসময় তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি বলেও জানান তিনি। এদের  মধ্যে আবার দুজনের জ্বর ভাল হয়ে গেছে এবং একজনের শরীরে ৯৯ দশমিক ৭৭  ডিগ্রি জ্বর রয়েছে। যা খুবই স্বাভাবিক। আতংকের কিছু নাই বলেও  জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই পোর্ট হেলথ কর্মকর্তা।
ডাঃ সুফিয়া আরও বলেন, এই একজনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। ওই  জাহাজে ২০ জন বিদেশি নাবিক রয়েছেন বলে জানা গেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের ছাগল বিতরণ

ফকিরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু গ্রেপ্তার

তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফকিরহাটে দেশী মদ ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।