খুলনায় আব্দুল হামিদ (৫৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন একটি ঘেরের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তি রায়েরমহল উত্তরপাড়া ব্যাংক কলোনীর বাসিন্দা আতাউর রহমানের ছেলে। পেশায় তিনি একজন দিন মজুর ছিলেন।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার বলেন, মৃত ব্যক্তি একজন দিন মজুর ছিলেন। মাঝে মধ্যে কাজ পেলে করতেন। দীর্ঘদিন কাজ না পেয়ে তিনি মানষিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাছাড়া তার একটি সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ নিয়ে তিনি চিন্তিত ছিলেন। রাতে তিনি আব্দুল হান্নানের ঘেরে অবস্থান নেয় এবং সকলের অজান্তে গলায় দড়ি দিয়ে ওই ঘরের মধ্যে ঝুলে থাকে।
পরবর্তীতে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে সদস্যরা থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।