সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোংলা সাব-রেজিস্টার অফিসে নিয়ম মানছেনা কর্মকর্তা-কর্মচারীরা, কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ, হয়েছেন শোকজও | চ্যানেল খুলনা

মোংলা সাব-রেজিস্টার অফিসে নিয়ম মানছেনা কর্মকর্তা-কর্মচারীরা, কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ, হয়েছেন শোকজও

সরকার নির্ধারতি নতুন অফিস সময়সূচী অনুযায়ী অফিস করছেন না উপজেলা সাবরেজিস্টার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস টাইম হলেও এ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তা কোনভাবেই যেন মানছেন না।
সরেজমিনে রবিবার সকালে উপজেলা সাবরেজিস্টার কার্যালয়ে গিয়ে দেখা গেছে, পৌনে ৯টা পর্যন্ত সাবরেজিস্টারের কক্ষে (খাসকামরা) তালা ঝুলছে। তালা ঝুলানো এজলাস কক্ষেও। এজলাস কক্ষের অফিস সহায়ক দিলীপ কুমার পাল অফিসে আসেন ৮টা ৩৪ মিনিটে। তিনি বলেন, পথে দেরি হয়েছে আসতে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমি ছাড়া সাবরেজিস্টার স্যারসহ অন্যান্যদের কেউই তো আসেনি। এরপর ৮ টা ৪১ মিনিটে এজলাস কক্ষে প্রবেশ করেন অফিস সহকারী নাজমুন নাহার। তিনিও বলেন, পথে দেরি হওয়ায় অফিসে ঢুকতে দেরি হয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমি আর অফিস সহায়ক আমরা দুইজনই এসেছি। আমাদের এ কক্ষের অপর দুই মোহরার ও আরেক একজন টিসি মোহরার তারাও আসেননি এখনও, সাবরেজিস্ট্রার স্যারও দেখছি আসেননি। তারপর পৌনে ৯টার পরপরই অফিসে আসেন সাবরেজিস্ট্রার মোঃ জুবায়ের হোসেন।

উপজেলা সাবরেজিস্টার দপ্তরের ভুক্তভোগী দলিল দাতা-গ্রহীতাসহ হয়রানীর শিকার সংশ্লিষ্টদের দেয়া তথ্যের প্রেক্ষিতে জানা গেছে, সাবরেজিস্টার মোঃ জুবায়ের হোসেন নিয়ম না মেনে অফিসে যাওয়া-আসা করে থাকেন তার ইচ্ছা মতই। তাই অন্যান্য ষ্টাফরাও আসেন তাদের খেয়াল খুশি মত। অভিযোগ উঠেছে সাবরেজিস্টার কখনও কখনও অফিসে আসেন ৯টা, ১১ ও ১২টায়ও। এছাড়া সপ্তাহে ৫দিন অফিস করার নিয়ম থাকলেও সাবরেজিস্টার অফিস করে থাকেন তিন দিন। তবে তিনি কৌশলে হাজিরা দেখিয়ে থাকেন ৫ দিনেরই। তারপরও যে সময়টুকু অফিস করেন তিনি সেই সময়েও সেবা নিতে আসা লোকজনদের বসিয়ে রেখে হঠাৎ বাহিরে চলে যান। অফিস টাইমে তার দপ্তরে আসা দলিল দাতা ও গ্রহীতাদের কাজ না করে বসিয়ে রেখে চলে যান বরশি দিয়ে মাছ শিকার করতে। এছাড়া গ্রাহকদের নানা অজুহাতে ঘুরিয়ে হয়রানীর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এনিয়ে কোন গ্রাহক কথা বললে তাকে পুলিশে দেয়ার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন তিনি। সেই সাথে সেবাগ্রহীতারদের সাথে তার রয়েছে তার চরম দুর্ব্যবহারের অভিযোগ।
এছাড়া সম্প্রতি একটি কোম্পানীর অনুকুলে একটি জাল দলিল রেজিষ্ট্রি করে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন তিনি। যা নিয়ে আদালতে মামলাও হয়। এরপরও তিনি কৌশলে সেই কোম্পানীকেই ভিন্ন প্রতিষ্ঠানের নামে কয়েকটি দলিল রেজিষ্ট্রি দিয়ে নতুন করে আবারো আলোচনায় এসেছেন। সেই কোম্পানীর অনুকূলেই ভিন্ন প্রতিষ্ঠানের নামে গত ৮ সেপ্টেম্বর একটি দলিল রেজিষ্ট্রি দেন তিনি। এছাড়াও তিনি কমিশন দলিল রেজিষ্ট্রি করছেন অহরহ। যা নিয়ে স্থানীয়ভাবে নানা গুঞ্জনও রয়েছে। খাসকামরা, এজলাস ও কমিশন দলিল রেজিষ্ট্রির ভিন্ন ভিন্ন ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে তাকে ঘিরে। অন্যদিকে ব্যক্তিমালিকানা জমির সাথে পার্শ্ববর্তী সরকারী রেকর্ডীয় খালেরও দলিল রেজিষ্ট্রি করার মত অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময়ে তার এ সকল কর্মকাণ্ডের দায়ভার দলিল লেখক ও নকলনবিশদের উপর চাপিয়ে দিয়ে হয়রানীমূলক শোকজ করে আসছেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়া সম্প্রতি উপজেলা পরিষদের পক্ষ থেকে সাবরেজিস্টার অফিস সংস্কার করে দিলেও তাতে কোন বরাদ্দ ছিলনা খাসকামরার আসবাবপত্র কেনার। কিন্তু তার খাসকামরার নতুন চেয়ার, টেবিল ও দৃষ্টিনন্দন ডেকারেশনের খরচ এসেছে কোথা থেকে তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্টদের মাঝে।
এছাড়া দলিল রেজিষ্ট্রির রাজস্বের হিসাব নিকাশ জটিলতাসহ অন্যান্য কারণে তাকে গত সপ্তাহে শোকজও করছেন জেলা সাবরেজিস্টার।

সরকারের নিয়ম মেনে সময় মত অফিসে না আসার বিষয়ে উপজেলা সাবরেজিস্টার মোঃ জুবায়ের হোসেন বলেন, আমি অসুস্থ তাই দেরি হয়। তিনি নিয়ম অনুযায়ী অফিস করে থাকেন বলেও দাবী করেন তিনি। আর তাকে শোকজসহ তার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের বিষয়গুলো অস্বীকার করে বলেন, ওসব মিথ্যা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

ফকিরহাটে দুর্যোগ ও আশ্রয়ন কেন্দ্র পরিদশর্নে উপদেষ্টা ফারুক-ই- আজম বীর প্রতীক

ফকিরহাটে ভূমিদস্যু ও অবৈধ ক্যাসিনো সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ফকিরহাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালন

ফকিরহাটে জলাশচিতলমারীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে জলাশয়ে ৮৩৭ কেজি মাছের পোনা অবমুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।