সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বাগেরহাটে ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিন কথিত সংবাদকর্মী আটক | চ্যানেল খুলনা

বাগেরহাটে ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিন কথিত সংবাদকর্মী আটক

বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে চাঁদা দাবির অভিযোগে তিন কথিত সাংবাদিককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে চাঁদা দাবির অভিযোগে এদেরকে আটক করে থানায় হস্তান্তর করেন বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী।

আটককৃতরা হলেন ,দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোস্তফা শিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ উল হাসান বলেন, বাগেরহাট সদর উপজেলার ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। অথচ কিছু ব্যক্তি এই পেশার আড়ালে চাঁদাবাজি ও প্রতারণার আশ্রয় নিচ্ছে, যা প্রকৃত সাংবাদিকদের জন্য লজ্জাজনক ও ক্ষতিকর।

বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন, তারা নিজেদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি অফিসে এসে কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন,ভুয়া পরিচয়ে সাংবাদিকতা করে যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। প্রশাসনের নামে চাঁদাবাজি কিংবা অনৈতিক কাজ করা হবে না।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

ফকিরহাট আট্টাকী শীতলা মন্দির কমিটি গঠন

চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু

বঙ্গোপসাগরে ৩ দিন ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ আট জেলে জীবিত উদ্ধার

চিতলমারীতে দুর্নীতিগ্রস্থ অধ্যক্ষের অপসারণ দাবিতে সাংবাদিক সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।