
এটি একটি স্মরণীয় দিন। দীর্ঘদিন পর দেশের মানুষ নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। জুলাই বিপ্লবের রক্তসিক্ত রাজপথ দিয়েই গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের পর এসব কথা বলেন, খুলনা-২ আসনের বিএনপি মনোনীত পপ্রর্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। সেই বেদনা নিয়েই তারা অপেক্ষা করছিল। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার একটি উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে। আমরা আজ সেই নির্বাচনী যাত্রায় পা রাখলাম।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা একটি মানবিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের শপথ নিয়েছি। এখানে অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি, দখলদারিত্বের কোনো স্থান থাকবে না, বলেন তিনি।
নজরুল ইসলাম মঞ্জু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে খুলনাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।


