সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
চিতলমারীতে আল আমিন হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে আল আমিন হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাগেরহাটের চিতলমারীতে আল আমিন হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ১০ টায় এলাকাবাসির আয়োজনে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ২০ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা ২২ তলার সামনে চিতলমারীর হিজলা গ্রামের আল-আমিন হোসেনকে পরকিয়া প্রেমের জেরে পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় আল-আমিনের বড় ভাই রাজু শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। নির্মম এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আল-আমিন হোসেনের বড় ভাই রাজু শেখ, চিতলমালী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব আসাদুল ইসলাম আছাদ, ছাত্র প্রতিনিধি মো. হাসান শেখ, মোজাহিদুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি আল-আমিন হোসেন (২৬) খুলনার সোনাডাঙ্গা ২২ তলার সামনে দিয়ে মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে অন্য দুইটি মোটর সাইকেলে আসা চার যুবক তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় মোটর সাইকেল থেকে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পরে তিনি মারা যান। নিহত আল-আমিন হোসেন বাগেরহাটের চিতলমারী উপজেলা হিজলা গ্রামের শিক্ষক আউয়ুব আলী শেখের ছেলে।

এ ব্যাপারে মামলার বাদী ও নিহত আল-আমিন হোসেনের বড় ভাই রাজু শেখ জানান, তার ছোট ভাই আল-আমিনের স্ত্রী লামিয়ার সঙ্গে খুলনা বড় বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আল-আমিন জেনে গিয়ে ফোনে বিশ্বজিৎ সাহাকে কড়া ভাষায় গাগাগালি করে। এর ফলে আল-আমিনকে শায়েস্তা করতে বিশ্বজিৎ সাহা ভাড়াটিয়া লোক দিয়ে তাকে হত্যা করে। তিনি আল-আমিন হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে, অস্ত্র ও গুলিসহ বনদস্যু আটক

মোরেলগঞ্জে মৎস্য ঘেরে ভাসছিল মুখে টেপ প্যাঁচানো যুবকের মরদেহ

ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৯টি ওর্য়াড বিএনপি নির্বাচন সম্পন্ন

মোংলায় ধর্ষণের ভিডিও করে ফাঁদ, স্কুলছাত্রীর আত্মহনন

মোল্লাহাটে অপহৃত তিন শ্রীলংকান নাগরিক উদ্ধার : আটক ৪

চিতলমারীতে টাকায় মিলছে না ধান কাটার শ্রমিক, দিশেহারা চাষি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।