সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
চট্টগ্রামে দুর্ঘটনার শিকার পুলিশ বাস, নারী সদস্যসহ আহত ২০ | চ্যানেল খুলনা

চট্টগ্রামে দুর্ঘটনার শিকার পুলিশ বাস, নারী সদস্যসহ আহত ২০

চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্স থেকে দায়িত্ব পালনে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন নারী পুলিশ সদস্যও। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সদস্যদের নিয়ে বাসটি সাগরিকার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উদ্দেশে যাচ্ছিল। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে নিরাপত্তার দায়িত্বে অংশ নিতে যাচ্ছিলেন তারা। পথে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগলে বাসের ভেতরে থাকা সদস্যরা আঘাত পান।

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যান। এরমধে ১২ জনকে চমেক হাসপাতালে এবং অন্যদের দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন জানিয়েছেন, সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ডিউটিতে যাওয়ার সময় তাদের বহনকারী বাসটি দামপাড়া পুলিশ লাইন্সে‌র ভেতরে ঢালু রাস্তা দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে আটকে দেওয়ার চেষ্টা করেন চালক। এ সময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় আহত ১২ জন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন নারী সদস্য রয়েছেন, তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

পরকীয়ার জেরে পুলিশসদস্য হত্যা মামলায় পুলিশ দম্পতির ফাঁসি

‘তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে’—হুমকির ৩ দিন পরেই বাবলাকে হত্যা

গলায় জুতার মালা ঝুলিয়ে গাছে বেঁধে রাখল মুক্তিযোদ্ধাকে

মায়ের সামনেই ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালাল বাবা

কুড়িগ্রাম-৪ আসনে বড় ভাই বিএনপির প্রার্থী, ছোট ভাই জামায়াতের

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় খাবার হোটেলে কাজ করছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।