সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
‘২১’শ টাকা দিতে না পারলে কলেজ থেকে বের হয়ে যাও’ | চ্যানেল খুলনা

‘২১’শ টাকা দিতে না পারলে কলেজ থেকে বের হয়ে যাও’

শেখ মাহতাব হোসেন :: খুলনার ডুমুরিয়া কলেজ থেকে ফরম ফিলাপের জন্য ২০৪০ টাকার ম্যাসেজ দেওয়া হয়। কিন্তু হিসাব শাখায় কর্মরত আজগর আলী, ছাত্র ইমরান খানকে বলেছে, ২১’শ টাকা দিতে না পারলে কলেজ থেকে বের হয়ে যাও’।
উপজেলা সদরে অবস্থিত ডুমুরিয়া কলেজে চলমান এইচ.এস.সি পরীক্ষার ফরম ফিলাপ, মার্কশীট প্রদান-সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দূর্ণীতির বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সরেজমিনে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরম পূরণের জন্য ডুমুরিয়া কলেজ কর্তৃপক্ষ বোর্ড নির্ধারিত ফি’র সঙ্গে এক মাসও না পড়িয়ে ১১ মাসের কলেজ বেতন নিচ্ছে। তার সঙ্গে সেশন চার্জের নামে আরও ২’শ টাকা বেশি নিচ্ছে। এছাড়া বিগত বছর ফরম পূরণ করে অটোপাশ শিক্ষার্থীদের বোর্ড কর্তৃপক্ষ যে টাকা ফেরৎ দেওয়ার ম্যাসেজ পাঠায়, সেই টাকা থেকেও ৫০ টাকা হারে কেঁটে রাখা হয়েছে। তার পাশাপাশি ওই টাকা ফেরৎ দেওয়ার সময় গত বছরের মার্কশীট ও টেস্টমনিয়াল দেওয়ার নামে ১’শ থেকে ২’শ করে টাকা কেটে নিয়েছে। আর দীর্ঘদিন ধরে শুন্যপদে অধ্যক্ষ নিয়োগের বিষয়টি নানা অজুহাতে ঝুলিয়ে রাখাও অভিযোগ পাওয়া গেছে।
এসব বিষয়ের সত্যতা সম্পর্কে জানতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন তরফদারের সঙ্গে তার অফিস কক্ষে ডুমুরিয়ায় কর্তরত বেশ-কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা হয়। ওই সময় বিজ্ঞান শাখার শিক্ষার্থী ইমরান খানের পিতা ইসমাইল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে অভিযোগ করেন, কলেজ থেকে আমার ছেলেকে ফরম ফিলাপের জন্য ২০৪০ টাকার ম্যাসেজ পাঠানো হয়। আমি মহামারির এই সময় অনেক কষ্ট করে ছেলের কাছে সেই টাকাই পাঠাই। কিন্তু আপনার কলেজের হিসাক শাখায় কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারি আজগর আলী বলেছে, ২১’শ টাকা লাগবে। আমার ছেলে আর টাকা নেই বললে, আজগর বলে, তুমি কলেজ থেকে বের হয়ে যাও।
এ অভিযোগ অস্বীকার করে আজগর আলী বলেন, আমি কোনো ছাত্রকে বের হয়ে যেতে বলিনি। শুধু অন লাইনের খরচ দিতে বলেছি।
ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন তরফদার সকলের সামনে বলেন, অন-লাইনের একটা খরচ আছে তো। কলেজে কম্পিউটার অপারেটর নেই বলে, আজগরের ভাগে মেহেদী অন-লাইন করাচ্ছে। আর সেশন চার্জ বাবদ ২’শ টাকা নেওয়া হচ্ছে। তবে মার্কশীট বা টেস্টমনিয়াল বাবদ যে টাকা নেওয়া হয় তা তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারিদের কল্যাণে ব্যায় করা হয়। ইচ্ছাকৃত অধ্যক্ষ নিয়োগের বিষয়টি অস্বীকার করেন।
ডুমুরিয়া উপজেলা ‌নির্বাহী অফিসার ও ডুমুরিয়া কলেজ‌ কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ বলেন সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায়ের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী

খুলনায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা

বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের সময় : উপ-উপাচার্য

খুবিতে শিক্ষকের গায়ে হাত তোলা অভিযুক্ত শিক্ষার্থী নোমান আটক

চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ

পাইকগাছায় নাশকতা মামলায় ইউপি সদস্য সহ ছাত্রলীগ নেতা আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।