সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১১নং ওয়ার্ডে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

১১নং ওয়ার্ডে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জ্ঞানই আলোর উৎস। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠলে তরুণ প্রজন্ম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জামায়াতে ইসলামী শুধু শিক্ষার বিস্তারেই নয়, চরিত্র গঠন ও নেতৃত্ব তৈরিতেও কাজ করছে।

তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে সৎ চিন্তা, ইসলামী মূল্যবোধ ও জ্ঞানের চর্চা জাগিয়ে তুলতে হবে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে পিপলস কলোনির মাঠ সংলগ্ন মসজিদ চত্বরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

১১নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু সাঈদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি আল কাওছার আমীন এর পরিচালনায় অনুষ্ঠানে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য মুকাররম আনসারী, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, সাবেক ছাত্রশিবির নেতা বিশিষ্ট সমাজসেবক মুনসুর আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সহ সভাপতি মাহফুজুর রহমান, জামায়াত নেতা হামিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম, মাওলানা ইমরান হুসাইন তুহিন, মাওলানা আরিফ বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, খান আমানুল্লাহ রাজ, জি এম আব্দুল্লাহ, সাইদুর রহমান, ছাত্রশিবির নেতা মিসবাহ, আল আমীন, মুহতারাম, শ্রমিক নেতা মুহিব্বুর রসুল, বুলবুল কবির, শহিদুল ইসলাম, বদরুর রশিদ মিন্টু, ইমদাদুল, হেলাল, মোখলেসুর রহমান, সাইদুর রহমান, নাসিরুদ্দীন, আসাদুজ্জামান, আব্দুল বারী, আব্দুল বারী, মোখলেসুর রহমান, আবুল কালাম, এডভোকেট আবু সাঈদ, তাহেরুল আলম চৌধুরী, কামাল হোসেন, সেলিম কাজী, সেলিম রেজা, আমিনুল ইসলাম, রাজু আহম্মাদ, মুহসিন, কামরুল ইসলাম, ডালিম, জাহাঙ্গীর মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় ১ম পুরস্কার বিজয়ী হন মারজান ইসলাম, ২য় স্থান রুকসানা লাইলা, ৩য় স্থান মুকুলসহ সর্বমোট ৪০ টি পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে এ সব পুরস্কার তুলে দেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলায় বিজেপিসির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১১নং ওয়ার্ডে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ

পিস স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়

শিক্ষকদের অযৌক্তিক আন্দোলনে স্কুলে পড়ালেখা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

দেলুটি পূর্বপাড়া কালিমাতা মন্দিরে জামায়াতের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।