
হিজড়া সম্প্রদায় সমাজে অহেলিত জনগোষ্ঠী। তারা যাতে অধিকার বঞ্চিত না হয় সে দিকে সবাইকে নজর দিতে হবে। তাদেরকে সমাজে বোঝা নয় সম্পদে পারিণত করতে হবে। তাদের সবচেয়ে বড় সমস্যা আবাসন সমস্যা। তাদেরকে এ সমাজ বাড়িভাড়া দিতে চায় না। তাদের আবাসন ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে খুলনার দৌলতপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি গড়ে তোলা বন্ধু মিডিয়া ফোরামের উদ্যোগে তৃতীয় লিঙ্গ হিজড়া জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু সোশ্যাল মিডিয়া ফোরামের আহবায়ক খলিলুর রহমান সুমন। প্রধান অতিথি ছিলেন দৌলতপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়াদ্দার। অতিথি ছিলেন মিডিয়া ফোরামের সদস্য সচিব সাইফুল ইসলাম, সদস্য ও সিনিয়র সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্লা, নক্ষত্র যুব ও মানব কল্যাণ সোসাইটির প্রধান পাখি দত্ত, স্বপ্ন চূড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি আফরিন ইসলাম অর্পা, প্রান্তজ যুব সংঘের সভাপতি জাহিদুর রহমান, রিনা হিজড়া প্রমূখ।


