সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সিয়াম-চঞ্চলকে সঙ্গে নিয়ে রাফী বললেন, ‘ঘটনা ঘটিয়ে ফেলেছি’ | চ্যানেল খুলনা

সিয়াম-চঞ্চলকে সঙ্গে নিয়ে রাফী বললেন, ‘ঘটনা ঘটিয়ে ফেলেছি’

সিনেমায় সিয়াম আহমেদ ও রায়হান রাফীর যাত্রা শুরু হয়েছিল ‘পোড়ামন ২’ দিয়ে। এরপর ‘দামাল’-এ একসঙ্গে কাজ করেন তারা। তিন বছর পর আবারও সেই সফল জুটি ফিরছেন নতুন সিনেমা ‘আন্ধার’ নিয়ে। অবশ্য সিয়াম ছাড়াও কারা অভিনয় তা কিছুটা আগে থেকেই জানা ছিল। এর মধ্যেই সিনেমার শুটিং শেষ করে শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন নির্মাতা রায়হান রাফী।

সোমবার রাতে গিক মিথ এর জুম আড্ডায় রায়হান রাফী জানান, সচারাচার সিনেমা শুরুর আগে শিল্পীদের নাম ঘোষণা করা হয় কিন্তু তার সিনেমার প্রায় ক্ষেত্রে ক্ষেত্রে এমনটা ঘটেনি। আগে সিনেমার শুটিং করেছেন এরপর শিল্পীদের নাম ঘোষণা করেছেন। ‘আন্ধার’ সিনেমাতেও সেটা হল।

নির্মাতা বলেন, “অনেকদিন ধরেই আমাদের সিনেমা-সংশ্লিষ্ট অনেক কিছু লুকিয়ে রেখেছি। কত দিন আর লুকিয়ে রাখা যায়। এরই মধ্যে শুটিং শেষ করেছি। আগের সিনেমাগুলোর সময়ও শুটিংয়ের আগে তেমন কিছু জানাইনি, এবারও তাই করেছি। তবে শুটিং শেষ হলেও আরও অনেক কাজ বাকি আছে। ধীরে ধীরে সবাই জানতে পারবেন।”

জানা গেছে, ‘আন্ধার’ সিনেমায় গোয়েন্দা অফিসার দোলোয়ার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। শমসের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নায়িকা নাজিফা তুষি অভিনয় করেছেন নাদিয়া চরিত্রে। হাজরা খাতুন চরিত্রে রয়েছেন অভিনেত্রী আফসানা মিমি। গাজী রাকায়েতকে দেখা যাবে জালাল চরিত্রে। এছাড়া মোস্তফা মনোয়ার, ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতীকে দেখা যাবে যথাক্রমে ইনস্পেক্টর মনোয়ার, হিমেল ও মায়া চরিত্রে।

‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।

রায়হান রাফী বলেন, “আমি এত দিন যেসব সিনেমা করেছি, সবই ছিল আমার নিজের স্ক্রিপ্টে। পরে অন্য কেউ যুক্ত হয়েছেন। কিন্তু এই প্রথম আমি অন্য কারও গল্পে কাজ করলাম-এবং সেটা করেছি মুগ্ধ হয়ে। সেই সিনেমার নাম ‘আন্ধার’। এটা আমার জীবনের অন্যতম সেরা একটি জার্নি হতে যাচ্ছে। আমি খুব খুশি।”

সিয়াম বলেন, “যত দিন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তার মধ্যে এই সিনেমার গল্পই সবচেয়ে বেশি সময় নিয়ে শুনেছি-পুরো সাড়ে পাঁচ ঘণ্টা ধরে! সাধারণত এক থেকে দেড় ঘণ্টায় গল্প শোনা হয়। যাহোক, সব বাধা পেরিয়ে আমরা শুটিং শেষ করতে পেরেছি। আমি বলব, আমার ফিল্মক্যাম্প জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে এই সিনেমা।”

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

রুনা লায়লাকে নিয়ে উপন্যাস, প্রকাশিত হবে শিল্পীর জন্মদিনে

জন্মদিনে ‘কিং’-এর ঝলক দেখালেন শাহরুখ খান

অনন্য মামুনের ফেসবুক পোস্ট, তামান্না ভাটিয়া নিয়ে নতুন সিনেমার জল্পনা

রুদ্ধশ্বাস ‘দম’-এ নিজের পুনর্জন্ম দেখছেন পূজা চেরি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পূর্ণিমা জানালেন, সুখে আছেন তাঁরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।